দয়া কতে ভালোভাবে নিচের তথ্যগুলো পড়ে নিয়েন
১. প্রথমেই বলে দিচ্ছি বিক্রির কারণ - আজ থেকে ৬/৭ বছর আগে কেনা হয়েছিল শেখার জন্য। কিন্তু আর শেখা হয়নি। আমি নিজেও বাজাতে পারি না। ৮০০০ টাকা দিয়ে কেনা হয়েছিল। বলতে গেলে কখনো কোনো দিন ব্যবহার করাই হয় নি। এই অবস্থায় আলমারির উপর পড়ে থাকতো, তাই বিক্রি করে দিতে চাই।
২. তবলাতে কোনো সমস্যা আছে? - না কোনো সমস্যা নেই। লুকোচুরির কিছু নেই। আপনি নিজে বাজিয়ে দেখে ভালো লাগলে নিতে পারবেন।
৩. কিভাবে নিবো? - নেওয়ার জন্য আপনাকে অবশ্যই খিলগাঁও ঢাকায় আমার বাসার গ্যারেজে বসে ফ্যানের নিচে শান্তিতে বসে, ভালোভাবে বাজিয়ে দেখে নিতে পারবেন। আমি রাস্তায় দাঁড়িয়ে চেক করার পক্ষে নই। আমি চাই আপনি নিবেন আপনি ভালোভাবে যাচাই বাছাই করে নিবেন।
৪. কুরিয়ার এর মাধ্যমে নিতে চাইলে শুধুমাত্র সুন্দরবন কুরিয়ার এর মাধ্যমে পাঠানো যাবে। তবে সেক্ষেত্রে আগে টাকা পাঠিয়ে দিতে হবে। তবে আমি কুরিয়ার এ পাঠানো পক্ষে নই। যদি পারেন নিজের চোখে দেখে নিয়ে যান।
৫. দাম কি ফিক্সড? পুরোপুরি ফিক্সড না। কিছুটা সন্মান করা হবে। তবে তাই বলে ৫০০/৬০০ টাকা বলে আমাকে অসন্মান করবেন না। সঙ্গীত হচ্ছে সাধনা। তাই এই বাদ্যযন্ত্র কেও আমি সন্মান করি।
৭. ইনবক্সে নক দিলে what's app নাম্বার দেওয়া হবে। সেখানে বিস্তারিত জানতে চাইলে জানাবো।