ঢাকা বা নারায়ণগঞ্জ এর আশেপাশে থেকে নিলে ভালো হবে । এর দূরে দেওয়া সম্ভব না। অনেক কষ্টে সেল দিয়ে দিতে হচ্ছে। আমি একজন স্টুডেন্ট। বিড়ালটা পুরা সুস্থ ছিল.. একদিন হঠাৎ করে খাবার খাওয়া বন্ধ করে দেয় এবং ঘাড়টা একটু বাকা হয়ে আসে। সাথে সাথে ভেট এর কাছে নিয়ে যাই পরে ব্রেইন এক্স-রে করে ভেট জানায় যে ঠান্ডার থেকে ব্রেইনে কিছুটা সমস্যা হয়েছে। পরে ওষুধ লিখে দেয়। ওষুধ খাওয়ানোর পর কিছুটা সুস্থ হয় এবং আবার আগের মত খাবার খেতে শুরু করে। এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে ঠান্ডাও নেই কিন্তু ব্রেইনের সমস্যার কারণে মাথা সোজা রাখতে পারে না। মাথা ভার হয়ে থাকে তাই একটু বাকা করে রাখে। আমার পক্ষে আসলে ওর খরচ বহন করা সম্ভব হচ্ছে না এবং ওকে এই অবস্থায় দেখতেও সহ্য হচ্ছে না অনেক কষ্ট লাগে কারণ স্টুডেন্ট তাই বেশি কিছু করতে পারছি না ওর জন্য। তাই সেলের জন্য পোস্ট করলাম। পিউর পার্সিয়ান ভালো জাতের বিড়াল। একসাথে ৫/৬ টা বাচ্চাও দেয়। কোনো হৃদয়বান ব্যক্তি যদি থাকেন ওকে নিয়ে ট্রিটমেন্ট করিয়ে নিজের বাচ্চার মত রাখতে পারবেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন।