নরমাল ক্যাকটাস ইনডোরে গ্রো করেনা। আর পেন্সিল ক্যাকটাস ইনডোর ও আউটডোর দুভাবেই সহজে বেড়ে উঠে।
এর গায়ে কাটা নেই তবে কাঠির মতো শাখা-প্রশাখা দ্বারা গাছটা ঝোপালো হয়ে উঠে।
যারা গাছ ভালোবাসেন কিংবা রুমকে একটু সবুজের ছোয়া দিতে চান তবে খুব বেশি যত্ন করতে পারেন না বা বুঝে উঠতে পারেন না গাছের জন্য কি খাবার দরকার বা গাছকে কিভাবে যত্ন করতে হয় সেক্ষেত্রে এই গাছটি আপনার জন্য।
✅এটি ড্রাই মিডিয়া পছন্দ করে স্যাতসেতে বা ভেজা মিডিয়ার পরিবর্তে। অনেকদিন পর পর পানি দিলেও গাছ মরেনা সহজে।