বিশাল সাইজের ম্যাস্টিফ মেইল কুকুর নতুন মালিকের সন্ধানে
ওর বয়স প্রায় ২ বছর
সে একজন প্রকৃত গার্ড ডগ।
নতুন বাসা গেলে শুরুর দিকে সে মাত্র ২/৩ জন মানুষকে মেনে নেবে, তারপর বাকিদের সে অনধিকার প্রবেশকারী (ইনট্রুডার) হিসেবে দেখবে
ওর বাবা ছিলো কেনকর্সো, মা ছিলো বুল মাস্টিফ। তাই বিশাল সাইজ আর বডির মাসেল বুল মাস্টিফের মতো শক্তিশালী।
তার ওজন প্রায় ৮৫ কেজি।
ওকে সামনাসামনি না দেখলে আপনি ছবিতে দেখে শুধু কল্পনাই করতে পারবেন কতো বড়ো, ওর আসল সাইজ বোঝানো সম্ভব নয়
ও দিনে প্রায় ৫/৬ কেজি মাংস- ভাত খায়, ও ডাক দিলে মনো হয় যেনো পুরো এলাকা কাপছে, তাই যাদের এরকম বড় সাইজের কুকুর পালার অভিজ্ঞতা আছে, সেরকম বিশাল জায়গা আছে এবং অর্থনৈতিক ভাবো এই শৌখিন জিনিস যে মেইনটিইন করতে পারবেন সেরকম কাউকেই দেয়া হবে। শুধু শুধু দেখে ভাল্লাগছে বলে আর টাকা আছে বলেই এরকম এই সাইজের কুকুর নিয়ে নিজেও ঝামেলায় পরবেন না, কুকুর টিকেও কষ্ট দিবেন না।