Land For Sale Close to Purbachal, Ideal Garden Living, Green Retreat
আমি এই জমির সাব-কবলা রেজিস্ট্রেশন মুলে মালিক। খারিজসহ সমস্ত কাগজপত্র প্রস্তুত। আজ রেজিস্ট্র্যাশন করলে আজি বাড়ির কাজে হাত দিতে পারবেন।
জমির বর্ণনা-
জমির পরিমান- ১৫ শতাংশ (৯ কাঠা)
সামনে ২৫ ফিট প্রশস্ত রাস্তা।
জমিটির আকৃতি স্কয়ার শেইপ, মাপ (৯০ + ৭২.৬ + ৯০ + ৭২.৬) ফিট। জমি পুরোপুরি ডিমার্কেশন করা, একটি পাশে ইতোমধ্যে বাউন্ডারি দেওয়া হয়েছে (প্রতিবেশীর করা)।
প্লটের সাইজ এমনভাবে পরিকল্পিত যে আপনি সহজেই একটি সুন্দর ডুপ্লেক্স বাড়ি তৈরি করে সাথে একটি গার্ডেন বা খোলা জায়গা রাখতে পারবেন। যারা একটি নিরিবিলি, পরিচ্ছন্ন, এবং গুছানো পরিবেশে স্থায়ীভাবে বসবাস করতে চান, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি উপযুক্ত অপশন।
লোকেশনের বর্ণনা-
লোকেশনের দিক থেকেও জমিটি দারুণ সম্ভাবনাময়। শীতলক্ষ্যা নদীর তীর থেকে আনুমানিক ৫০০ মিটার দূরত্বে অবস্থিত। প্রস্তাবিত ৮০ ফিট রাস্তার কাজ শুরু হলেই জমির মূল্য ৩ থেকে ৪ গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। সুতরাং এখনই বিনিয়োগের উপযুক্ত সময়। তাহলে আমি কেন বিক্রি করছি সেটা শেষে লিখা আছে।
৪ নম্বর সেক্টর থেকে মাত্র ৩.৩ কিমি (৫–৭ মিনিটের পথ)
২১ নম্বর সেক্টর থেকে ২.৫ কিমি দূরে।
বাজার, স্কুল, মসজিদ, ডায়াগনস্টিক সেন্টারসহ প্রতিদিনের প্রয়োজনীয় সবকিছু ৫০০ মিটারের মধ্যেই।
Google Map Location- https://maps.app.goo.gl/qiWR9GmKHdSQMe2Q6?g_st=aw
এবার বলছি আমি কেন বিক্রি করছি-
এইখানে আমরা ১৮/২০ টা পরিবার জমি কিনে প্লটিং করেছি এবং নিজেদের মধ্যে প্লট ভাগাভাগি করে নিয়েছি। ৪০ টা প্লট এর মধ্যে আমি তিন টার মালিক। একটা বিক্রি করে বাড়ির কাজ ধরব। প্লট ওনারদের ৪/৫ জন ই ডাক্তার। জমি কেনা মানে আপনিও আমাদের অংশ হয়ে যাবেন এবং প্রতিবেশি হিসেবে পাবেন আমাকে সহ আরও কিছু সমমনা মানুষ।
আরও কিছু জানার থাকলে ফোন দিতে দ্বিধা করবেন না প্লিজ।
- Don’t go to unfamiliar places alone
- Don’t make full payment to 3rd parties
- Don’t go to unfamiliar places alone
- Don’t make full payment to 3rd parties