আপানার আয়কর বিবরণী সঠিকভাবে জমা দিতে একজন পেশাগত আয়কর আইনজীবী এর মাধ্যমে প্রস্তুতি ও জমা দিন। যার ফলে আয় ও ব্যয় এর সমন্বয় সঠিক হিসাব উপস্থাপন হবে।
আমরা আপানকে তেমনি পেশাদার সেবা প্রদান করে থাকি যাতে করে আপনার আয়কর বিবরনী (Tax Return) টি সঠিকভাবে উপস্থাপন হয়। সঠিক সময় আয়কর বিবরনী জমা না দিলে পরবর্তীতে এর ক্ষতির সম্মুখীন হতে হয়।
তাই ব্যাক্তি আয়কর বিবরনী জমা দেওয়ার শেষ সময় ৩০-নভেম্বরের এর মধ্যে জমা দিতে আমাদের সাথে যোগাযোগ করুন।