Driver needed
ব্যক্তিগত গাড়ির জন্য অস্থায়ী ভিত্তিতে চালক আবশ্যক
একটি টয়োটা ভিস্তা (অটো গিয়ার) ব্যক্তিগত গাড়ি চালাবার জন্য অস্থায়ী ভিত্তিতে একজন ন্যুনতম ৫ বছর অভিজ্ঞতা সম্পন্ন, যত্নশীল ও নিরাপত্তা সচেতন চালক আবশ্যক। ঢাকা শহরের মধ্যেই চালাতে হবে, লোকেশন - মহাখালী ডি ও এইচ এস । গাড়ির প্রতি যত্নশীল হওয়া এবং ধীর গতিতে গাড়ি চালানোর অভ্যাস অত্যাবশ্যকীয়।
মুল শর্ত সমূহ
- সপ্তাহে ৬ দিন ডিউটি করতে হবে
- সকাল ৯টায় অফিসে দিয়ে বাসায় ফেরত আসা
- সপ্তাহে ২-৩ দিন দুপুরে/বিকালে বাজারে/দোকানে যেতে হতে পারে
- রাত ৮:৩০ এর মধ্যে অফিস থেকে নিয়ে এসে বাসায় দিয়ে যেতে হবে
- দুপুরে আহার বাবদ ১০০ টাকা দেয়া হবে। একই ভাবে, যেদিন রাত ৯টার বেশী সময় পর্যন্ত কাজ করতে হবে, সেদিনও আহার বাবদ ১০০ টাকা দেয়া হবে। তবে, কোন দাওয়াতে গেলে মেজবান যদি ড্রাইভারের খাবার ব্যবস্থা করে, তবে এই ১০০ টাকা দেয়া সম্ভব হবে না।
- শুক্রবারে কোনো প্রোগ্রাম থাকলে সেটার জন্য আলাদা করে পেমেন্ট দেয়া হবে
- গাড়ি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। গাড়ি চালানো ছাড়াও প্রয়োজনে অন্যান্য ছোটখাট কাজও করতে হতে পারে
- প্রচলিত শিষ্টাচার মেনে চলতে হবে
- বার মাস চাকরি করলে বেতনের ৫০% হারে বছরে দুই বার উৎসব ভাতা দেয়া যেতে পারে
- বছরে সর্বসাকুল্যে (যেকোন কারনে ঈদ, অসুস্থতা, ব্যক্তিগত প্রয়োজন, ইত্যাতি) ১২ দিন হারে ছুটি দেয়া যাবে। অর্থাত, এক মাস চাকরি করলে ১ দিন ছুটি প্রাপ্য হবে
- গাড়ি চালানোর লাইসেন্স ও এনআইডি-এর কপি জমা দিতে হবে এবং এদের মূল কপি সাক্ষাতের সময় দেখাতে হবে
- বেতন সর্বসাকুল্যে মাসিক ১৮,০০০/- টাকা
- Research the job & company before applying
- Don’t go to remote places for interviews