আমি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমার দায়িত্ব পালনে অভ্যস্ত। কর্মব্যস্ত ঢাকা শহরে যত্ন নেওয়ার মতন মানুষের খুবই অভাব আর এই কর্মে বিশ্বস্ততা ও সততাই আমার একমাত্র উন্নতির চাবিকাঠি বলে আমি বিশ্বাস করি। ছোট শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সকল বয়স,শ্রেণি, ধর্মের মানুষ আমার সাথে মিশতে পছন্দ করে। এর ওপর নির্ভর করেই আমি টিকে আছি।কর্মব্যস্ত ঢাকায় এমন অনেকেই আছেন যাদের সন্তান বা বৃদ্ধ বাবা মাকে দেখাশোনা করতে পারছেন না।বাবা-মা একাকিত্বে ও কষ্টে দিনাতিপাত করসে,আবার এমন অনেকের সন্তান বিশেষ চাহিদাসম্পন্ন, যাদের বিকশিত হওয়ার পথে নিরাপত্তা ও কর্মব্যস্ততা বাধা হয়ে দাড়িয়েছে।আর চিন্তা নয়! মানসিক বিকাশের পাশাপাশি তাদের বর্তমান সময়োপযোগী স্পিচ থেরাপী এবং সুন্দর জীবনযাপনে সহযোগিতা করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ।