সঠিকভাবে বাংলা থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে বাংলা অনুবাদ করা হয় । কম সময়ে কাজ করে দেওয়া হয় । প্রতি পেইজ লেটার সাইজ ১৪ ফন্ট হিসাব । সেই সঙ্গে বই সম্পাদনার কাজ করা হয়, যেমন ভাষাগত ত্রুটি সংশোধন, ভাষার অসামঞ্জস্যতা দূর করা, এবং সাহিত্যমান উন্নত করা । আরও তথ্যের জন্য ডাইরেক্ট কল সহ প্রয়োজনে হোয়াটএপস কিংবা ইমোতে কল দিতে পারেন ৷ এস ই মাহমুদ ৷