অদ্ভুত এক মায়াবী স্বপ্নভোর মুহূর্তেই মন ভালো করে দিয়ে যায়। অদ্ভুত এক অনুভূতি মনপিঞ্জরে সুখের আভাস ছড়ায়। হৃদয়ে প্রশ্নের মোহ জাগায়। গোধূলিবেলার রৌদ্ররসী আকাশ দেখে অজান্তেই বক্সস্প্ল্যানন কম্পিত হয়। হৃদয়ের সবটুকু জুড়ে প্রবলভাবে কারো শূন্যতা অনুভব করে। এই শূন্যতার নাম নেই, রং নেই আর কোনো রূপও নেই। শহরের বুকে সন্ধ্যে নামলে নিয়নবাতির হৃদয়ে আলোর ভিড়ে সেই শূন্যতা বিলীন হয়ে যায়। মেঘ আনমনে নিজেকে প্রশ্ন করে,
“কাকে মিস করি আমি? আর কেনোই বা মিস করি?”
বর্ষণের অপ্রাপ্ত আকাশের মতো প্রশ্নগুলোও বিশৃঙ্খল প্রায়। যার উত্তর খুঁজে পাওয়া দুষ্কর। আবার কখনো-সখনো মনে হয় কারো আরও আবদ্ধ হয়ে আছে। কেউ আঁটেপুঁটে জড়িয়ে রেখেছে তাকেই আর ক্ষণেক্ষণে কানের কাছে ফিসফিসিয়ে বলে যাচ্ছে,
❝ আমৃত্যু ভালোবাসি তোকে ❞