আসসালামু আলাইকুম। আমাদের পুরাতন ফার্নিচার। লেকার স্প্রে করার পদ্ধতি হচ্ছে। দশটি দাব (১)আমরা প্রথমে পুরাতন ফার্নিচারটি সুন্দর ভাবে পরিষ্কার করে নেই। (২) তারপর যেসব জায়গা গুলি ফেটে গেছে ওইসব জায়গায় সুপার গুলো বসি এবং পুটিং দিয়ে ফিলাপ করে দেউ।(৩)তারপর ১০০ নাম্বার শিষ কাজ দিয়ে গষে নেই ।(৪)তারপর প্রথম কোট কিলিয়ার্সিলার মেরে নেই। (৫) তারপরে আবার ২৪০ কাগজ দিয়ে গষে নেই। (৬) তারপর দ্বিতীয় কোড লেকার এবং সিলার মিক্স করে মেরে নেই।(৭) তারপরে হচ্ছে যেসব জায়গাগুলি মিলানো লাগবে সে জায়গা গুলি সুন্দরভাবে মিলিয়ে নেই তারপর কালার ম্যাচিং করে নেই । (৮) তারপরে একটা রাব ঘষা দিয়ে নেই। (৯)তারপরে সবশেষে আমরা ফিনিশিং এর কাজটা কমপ্লিট করি। এই নয়টি দাপে আমরা কাজ করে থাকি। আপনাদের বিশ্বাস অর্জন করার জন্য আমাদেরকে একটি কাজ দিন । দেখুন আমরা আপনাদের বিশ্বস্ত হতে পারে কিনা।