আসসালামু আলাইকুম।
এটি ওয়ালটনের এন্ড্রয়েড স্মার্ট টেলিভিশন।
সাইজ ৩২" "কালো কালার।
নানুর অবসর সময় কাটানোর জন্য কিনে দেয়া হয়েছিলো, নানু নেই বিধায় বিক্রি করে দিবো,আর আমরা কেউই টেলিভিশন দেখি না সেই জন্য ই মুলুত রেখে ও কোন লাভ নেই।আর নানু বৃদ্ধ মানুষ ছিলেন,সে স্বাভাবিক ভাবে খবর দেখা, গজল,ওয়াজ শোনা ছাড়া কিছুই করেনি।আর ৬ মাসের অধিক সময় ব্যাবহার ই হয় নি।
টেলিভিশন আলহামদুলিল্লাহ (বর্তমানের সকল ধরনের আধুনিক প্রজুক্তির সিস্টেম রয়েছে) এক কথায় এন্ড্রয়েড স্মার্ট টেলিভিশন। গুগুল, ইউটিউব সহ সবকিছুই চালানো যাবে।বিন্দু পরিমানেও কোন স্পট, বা দাগ নেই ফুল ফ্রেশ।
ক্যাশমেমো, ওয়ারেন্টিকার্ড (ওয়াল প্যানেল)স্ক্রু সবকিছুই আছে।যে নিতে ইচ্ছুক সে লোকেশনে এসে চালিয়ে নিবেন।আর এখনো ২.৫ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে।
আগ্রহী ক্রেতারা দ্রুত জোগাজোগ করবেন।আমার ছুটি শেষ হলে চলে যাবো।
অহেতুক বা ফালতু কেউ দাম বলবেন না।