দশ বছরের কাগজ কমপ্লিট তার মানে আজীবন ।খুব সুন্দর গাড়ি নিবেন আর চালাবেন । আমার শ্বশুরবাড়ি (কয়রা) যাওয়া আসার জন্য ব্যবহার করি তা ছাড়া ঘরেই পড়ে থাকে একহাতে ব্যবহার করা। সময়মতো মবিল চেঞ্জ করি ইঞ্জিনের যত্ন নিলেই গাড়ি সুন্দর থাকে। অনায়াসে ৬০ ৬৫ ৭০ কিলো চলে। আমি যাওয়ার সময় ৩ লিটার তেল ভরি তাতে আমার যাওয়া আসা হয়ে যায় এবং আরো তেল থাকে। একশ একশ দুইশ কিলো রাস্তা। আমার বিক্রি করার কোন ইচ্ছে ছিল না ভাই টাকার অনেক দরকার তাহে বাধ্য হয়েই বিক্রি করতে চাইছি। ভাই মনে চাইলে বাড়ি এসে দেখে যাবেন ইনশাআল্লাহ ঢুকবেন না। Nam Transfer Kora Possible