আসসালামু আলাইকুম বাইকটি এখন ১৯৫০০ কিলোমিটার চলেছে। কিন্তু গত ২ বছরের উপর বাইকটি না ব্যবহার করার কারণে বাইকের পিস্টন ও ভালভ নস্ট হয়ে গিয়েছিল। তাই নতুন করে সম্পুর্ন সিলিন্ডার ব্লক, ভালভ, ক্লাচপ্লেটসহ সকল গ্যাস্কিট পরিবরতন করা হয়েছে। এছাড়া হেডলাইট বাম পাসের চাপা বল রেসার এবং চেন স্পকেট এর সম্পুর্ন সেট পরিবর্তন করা হয়েছে। এবং এই সকল কাজ একটি ভাল জায়গায় করানো হয়েছে। তাই যে নিবেন সে বাইকের ইঞ্জিন নতুনের মত পাবেন। এছাড়া বাইকের কোন প্রকার বডি কিট ভাংা নেই এবং অল্প কিছু দাগ আছে জা দেখা জায়না। সুতরাং কেউ ইছা থাকলে সামনা সামনি আসবেন। অকারনে কেউ দামাদামি করবেন না।
কাগজ ২০২৭
লোকেশন : গ্রীন রোড ঢাকা।