গত, ১১ই সেপ্টেম্বর ২০২৫, অনুষ্ঠিত হলো "ওয়েলকেয়ার গ্রিন সিটি"-তে নতুন পণ্য "ফ্ল্যাট-ল্যান্ড শেয়ারিং" এবং নতুন হাউজিং প্রকল্প "ওয়েলকেয়ার পূর্বাচল টাউন" এর শুভ উদ্বোধন 🎊
এই নতুন প্রকল্পটি পূর্বাচল নিউ টাউন এর ৩০ নম্বর সেক্টরের পাশে অবস্থিত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মহোদয়। কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই নতুন যাত্রার সূচনা করা হয় 🎂✨
🏡 ওয়েলকেয়ার গ্রুপ বিডি সবসময়ই মানুষের সাশ্রয়ী ও উন্নত জীবনের স্বপ্ন পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।
নতুন এই প্রকল্প দুটি আমাদের সেই অঙ্গীকারেরই প্রতিফলন।
আমাদের সাথে থাকার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
নতুন ভবিষ্যতের পথে এগিয়ে চলুক ওয়েলকেয়ার গ্রিন সিটি ও ওয়েলকেয়ার পূর্বাচল টাউন