Rode Wireless Go2 ১৬ দিন হয়েছে কিনেছি, মাত্র একটা ভিডিও রেকোর্ড করেছি,আমার কোনো ক্যামেরা নাই, আমি আমার Vivo X200 Pro ফোন দিয়ে ভিডিও করি গিম্বেল দিয়ে,মুলত এটার রিসিভার গিম্বেলের সাথে লাগায়ে ভিডিও করা যায় না,যার জন্য এটা বিক্রি করে হলিল্যান্ড এর M2S টা কিনতে চাচ্ছি, আর আমি সৌদি তে থাকি, বাংলাদেশে এটার দাম কম হলেও সৌদিতে আমার Rode Wireless Go 2 এবং ফোনে ব্যাবহার করার জন্য Rode এর Sc16 ক্যাবল সহ প্রায় ৪০ হাজার টাকা পড়ছে যা বাংলাদেশের তুলনাই বেশ খানিক বেশী, আমি এখন এটা বিক্রি করতে চাচ্ছি, শুধু মাত্র একটা ভিডিও করেছি এটা দিয়ে, গিম্বেলে রিসিভার লাগাতে পারতেছি না, এক্সট্রা হোল্ডার লাগালে বেশী ভারি হয়ে যাবে, এমনিতেই ফোন এর ওজন ২৮০ গ্রাম এর বেশী কাভার গ্লাস সব সহ,এই ওজন নিয়েই গিম্বেল ঠিকমত কাজ করে না,এরপর আরো হোল্ডার লাগালে গিম্বেল কাজ করবে না আর সেটা ব্যাবহার করাও ঝামেলা হবে,আমি Dji Mobile 7p গিম্বেল ব্যাবহার করি যা এতটা ওজন নিতে সক্ষম না, মাইক্রোফোনের ওপরে যে পেপার লাগানো থাকে সেই পেপার টা ও উঠাই নাই,কিন্তু যে কাগজের প্যাকেটের মধ্যে মাইক্রোফোন টা থাকে সেই কাগজের প্যাকেট আমি ছিড়ে ফেলে দিছি। আপনি এটাকে ইচ্ছামত পরিক্ষা নিরিক্ষা করে নেবেন সমস্যা নাই,আর Rode Wireless go2 সম্পর্কে নতুন করে বলার কিছু নাই,সবাই জানে এই মাইক্রোফোন কিরকম। যারা নিতে চান আমার লোকেশনে এসে নিতে হবে,আর হ্যা আমি সৌদি তে আছি, আমি লোক পাইলেই এটা দেশে পাঠিয়ে দেবো। আপনি আমার এলাকাই এসে পরিক্ষা নিরিক্ষা করে দেখে নিবেন।ঠিকানা এড়েন্ডা বাস স্টান্ড,লোহাগড়া,নড়াইল।