সুনামধন্য নবান্ন শক্তি কর্মজীবী কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের অফিসে হিসাব ও বিল ভাউচারের রেডি করা ও মাঠ পরিদর্শনের করার জন্য জরুরী ভিত্তিতে পাঁচজন মেয়ে নিয়োগ করা হবে। অফিস টাইম সকাল ৯ টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত, প্রতি শুক্রবার অফিস বন্ধ থাকবে, প্রতি সরকারি বন্ধ গুলোতে অফিস বন্ধ থাকবে, অভিজ্ঞদের বেশি অগ্রদ্বীকার দেওয়া হবে, নতুন হলেও কোন সমস্যা নাই কাজ শিখিয়ে দেওয়া হবে, যারা চাকরি করতে আগ্রহী তারাই শুধু যোগাযোগ করুন অযথা কেউ কল দিয়ে বিভিন্ন বিষয়ে বিরক্ত করবেন না,অফিসের ঠিকানা অক্সিজেন মোড়,বাইজিদ চট্টগ্রাম।