একটি মাল্টিভেন্ডর রিসেলিং সাইট ডেভেলপের জন্য পার্টনার খোঁজছি। এই পোডাক্ট ডেভেলপসহ মেইনটেইন এ এক বছরে ২৫ লক্ষ টাকার মতো বিনিয়োগ প্রয়োজন। যেহেতু এখন আমি এটি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এটি করতে পারবোনা তাই একজন পার্টনার খোজছি যিনি অন্তত ১০ লাখ টাকা বিনিয়োগের যোগ্যতা রাখেন।
অবশ্যই ডিজিটাল পোডাক্টে রাতারাতি কিছুই হবেনা তবে সময় দিলে ইনশাআল্লাহ এটি ভালোই সম্ভাবনা রয়েছে। এটির বাজার বর্তমানে ২৫ হাজার কোটি টাকারও বেশি যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে।
প্রাথমিকভাবে, এখন ৫ লাখ টাকা এবং প্রজেক্ট শুরু হওয়ার ৩-৬ মাসের ভেতর বাকী ৫ লাখ টাকা বিনিয়োগ করতে পারবেন। আমি অবশ্যই আর্থিকভাবে সচ্ছল ও সম্ভাব্য বাজার বিবেচনাই যোগ্য ব্যক্তিকে পার্টনারে নিতে আগ্রহী।
আমি ২৫% শেয়ার বা মালিকানা দিতে প্রস্তুত আছি।
আগ্রহীদের যোগাযোগের অনুরোধ রইলো।