আমি ডিপ্লোমা ইন্জিনিয়ারিং পড়াশোনা করতেছি এখান আমি বিয়ে করে পড়াশোনা করবো আমার পরিবার থেকে বিয়ে দিবে । আমি ও বিয়ে করে পড়াশোনা করতে চাই। বিয়ে একটি হালাল কাজ তাই বিয়ে করতে চাই। আমি খুব সারারণ ঘরের একটি মিয়ে চাই। যে আমাকে বুঝবে আমার পরিবার এর সাথে মিলে মিসে থাকতে পারবে। আমি কোনো টাকা পয়সা নিবো না বিয়ে করতে। আমি আমার পরিবার থেকে মিয়েকে সাজিয়ে আনবো। ডিভোর্স হয়ছে এমন মিয়ে হলেও হবে কোনো সমস্যা নেই। কেউ চাইলে সরাসরি ফোনে নক দিতে পারেন বা ম্যাসেজ দিতে পারেন। যে কোনো মিয়ে নক দিতে পারেন । আমার কোনো কথা ভুল বলে থাকলে ক্ষমা করে দিবেন।