ব্যবহারবিধিঃ ১. প্রথমে নজেলটি খুলে পর্যাপ্ত পরিমান কেরোসিন তেল ঢেলে নিন। নজেলের মধ্যে থাকা ওয়াসার গুলো যত্নে রাখবেন যেন হারিয়ে না যায়। ২. এরপর নজেলটি ওয়াসারসহ ভালোভাবে শক্ত করে আটকে দিন যেন ভেতর থেকে বাতাস বের হতে না পারে। আটকানোর জন্য হাত ব্যবহার করুন কোন যন্ত্র ব্যবহার না করাই উত্তম, খেয়াল রাখতে হবে যেন নজেলটি ক্ষতিগ্রস্থ না হয়।৩. পাম্প স্টিক দিয়ে প্রেস করুন যতক্ষণ না প্রর্যন্ত বাটির মধ্যে তেল উঠে, আগুন ধারানো যাবে এমন পরিমান তেল উঠে গেলে পাম্প করা বন্ধ করুন এবং নজেলের চাবিটি খুলে দিন যাতে ভেতর থেকে বাতাস বের হয়ে যায়, বাতাস বের হয়ে গেলে কেরোসিন তেলে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন জ্বালিয়ে দিন। ৪. বাটিতে জমা কেরোসিনের আগুন নিভুনিভু পর্যায়ে আসলে নজেলের চাবিটি বন্ধ করে দিন।৫. এবার পাম্প স্টিক দিয়ে পুনরায় পাম্প করুন, এই পর্যায়ে আগুন বাতাসের বেগের সাথে শব্দ করে জ্বলা শুরু করবে, অর্থাৎ আপনার চুলাটি রান্নার জন্য প্রস্তুত হয়েছে, এবার চুলার উপরে পাত্র রেখে রান্নার কাজ সেড়ে নিন। মনে রাখা উচিত চুলা সম্পূর্ণ প্রস্তুত না হলে চুলার উপর পাত্র রাখবেন না, প্রস্তুত হওয়ার আগে পাত্র রাখলে অইপাত্রে কালি জমবে, আর চুলা প্রস্তুত হওয়ার পরে পাত্র রাখলে পাত্রে কালি জমবে না, পাত্র থাকবে চকচকে পরিষ্কার। ৬. রান্নার কাজ শেষে চুলাটি বন্ধ করতে নজেলের
চাবিটি খুলে দিন, বাতাস বের হয়ে গেলে অটোমেটিক চুলা বন্ধ হয়ে যাবে। চুলা বারবার বন্ধ না করে একবারে সব রান্না শেষ করে বন্ধ করে দিন। বিশেষ দ্রষ্টব্যঃ চুলার সাথে অতিরিক্ত ওয়াসার ও এ্যলুমিনিয়ামের pin
(বাটির মধ্যে থাকা দ্বিতীয় নজেলের ফুটা পরিস্কার করার জন্য) দেয়া থাকবে, প্রয়োজনে ব্যবহার করবেন। কোন কারনে বাতাসের বেগ কমে গেলে বা বাতাস বের না হলে এ্যলুমিনিয়ামের pin দিয়ে দিত্বীয় নজেলের ফুটা পরিষ্কার করে নিন। এবং চুলা প্রস্তুত করে নিন।
- কখনই ব্যাংকিং কার্ড এর তথ্য কিংবা ওটিপি শেয়ার করবেন না , পেমেন্ট করার পূর্বে সবসময় পণ্যটি যাচাই করে নিন। Bikroy ডেলিভারি সার্ভিস প্রোভাইড করে না। সর্বদা সতর্ক থাকুন।
- কখনই ব্যাংকিং কার্ড এর তথ্য কিংবা ওটিপি শেয়ার করবেন না , পেমেন্ট করার পূর্বে সবসময় পণ্যটি যাচাই করে নিন। Bikroy ডেলিভারি সার্ভিস প্রোভাইড করে না। সর্বদা সতর্ক থাকুন।