
নিয়োগ-বিজ্ঞপ্তি ভিডিও এডিটর
📢 নিয়োগ-বিজ্ঞপ্তি
ভিডিও এডিটর
পদসংখ্যা: ১টি।
বেতন: আলোচনা সাপেক্ষে
☑ যোগ্যতা:
• কমপক্ষে এসএসসি/এইচএসসি পাশ হতে হবে। মোশন গ্রাফিক্স, ডিজিটাল মিডিয়া প্রডাকশন, ভিডিও প্রডাকশন বা ফিল্ম প্রডাকশন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাবেন।
• ভিডিও এডিটিং বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ২-৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।
• ভিডিও ট্রিমিং, কালার কারেকশন, সাউন্ড এডিটিং ও ট্রানজিশন যোগ করার দক্ষতা।
• ভিডিও এডিটিংয়ের নমুনা বা পোর্টফোলিও থাকতে হবে, যা নিয়োগের সময় প্রমাণ হিসেবে দেখাতে হবে।
• সৃষ্টিশীলতা ও নতুন ধরনের চিন্তাভাবনা প্রয়োগ করার সক্ষমতা।
• ভিডিও কোডেক, ফরম্যাট ও রেন্ডারিং সম্পর্কে জ্ঞান থাকা।
✅ দায়িত্বসমূহ:
• ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজগুলোকে গল্পের ধারায় সাজানো ও সম্পাদনা করা।
• ভিডিও ক্লিপ ট্রিমিং ও সিকোয়েন্স আকারে সাজানো।
• ভিডিওর সঙ্গে সাউন্ড, ভয়েসওভার ইত্যাদি সঠিকভাবে মেলানো।
• ভিডিওতে প্রয়োজনীয় ট্রানজিশন, ইফেক্ট ও অ্যানিমেশন যোগ করা।
• ভিডিও এডিটিং সফটওয়্যারসমূহ দক্ষতার সাথে ব্যবহার করা।
• ভিডিও প্রোডাকশনের অন্যান্য টিম সদস্যদের সাথে সমন্বয় রেখে কাজ করা।
⌛ আবেদনের সময়সীমা: ১৭ আগস্ট থেকে ৩০ আগস্ট ২০২৫, রাত ১২ টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদেরকে সময় শেষ হওয়ার আগেই দ্রুত আবেদন করতে অবগত করা হলো।
⚠ বিশেষ দ্রষ্টব্য: কেবল নির্ধারিত পদ্ধতিতে অর্থাৎ ই-মেল-এ সিভি ও অন্যান্য তথ্য সংযুক্ত করে একজন প্রার্থী আবেদন করতে পারবেন। এছাড়া অন্য কোনো উপায়ে অর্থাৎ, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিংবা অন্য কোনো মাধ্যমে পাঠানো আবেদন গ্রহণযোগ্য হবে না
- আবেদন করার আগে চাকরি এবং কোম্পানি সম্পর্কে জেনে নিন
- ইন্টারভিউ এর জন্য দুর্গম স্থানে যাবেন না