আমি এখনই একটা কীবোর্ড কিনেছি, এবং এটি আমার কাছে আসার পর আমি দেখামাত্রই বলছি—কীবোর্ডটি জাস্ট একদিন হয়েছে, এখনো একদিনও ব্যবহার করিনি, মাত্রই আনবক্সিং করেছি।
ডেলিভারি পাওয়ার পর কিবোর্ডটা খুলে দেখলাম, আমি ভাবছিলাম এটা বড় হবে, কিন্তু আসলে এটি ছোট ধরনের কিবোর্ড। যারা ছোট কীবোর্ড পছন্দ করেন, তাদের জন্য এটা খুব ভালো।
আমি মূলত আমার ডেস্কে রাখার জন্য অর্ডার করেছিলাম, কিন্তু আমার ধারণার চেয়ে কিবোর্ডটি অনেক ছোট হয়ে গেছে। আমি ভেবেছিলাম এটা একটু বড় হবে। তবে কিবোর্ডের কোন সমস্যা নেই। আমি শুধু অর্ডার করেছি, ডেলিভারি ম্যান থেকে নিয়ে আনবক্সিং করেছি, তারপর দেখলাম কিবোর্ডটা ছোট।
এটি ব্লুটুথ কিবোর্ড, আর কিবোর্ডের সাথে মাউস দুটোই ব্লুটুথ সংযোগে কাজ করে। আমি গেমিং করে দেখেছি, কোনো ল্যাটেন্সি বা দেরি নেই, গেমগুলো খুব ভালো খেলতে পারছি।
কিবোর্ডের সাথে একটা সাদা কালারের কীবোর্ড প্রটেক্টরও আছে, যা ভালোভাবে কিবোর্ডকে রক্ষা করে।
আপনি যদি আরও বিস্তারিত জানতে চান, ইউটিউবে রিভিউ দেখে নিতে পারেন। সেখানে সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন।
আমি মাত্র অর্ডার করেছি, কিন্তু এখন দেখছি আমার কাছে এটি ছোট লাগছে। এজন্য আমি এটি সেল করতে চাই। ইউটিউবের ভিডিও দেখে বুঝতে পারিনি যে এটা রেগুলার কিবোর্ড থেকে ছোট হবে, তাই এই কারণেই আমি সেল করতে চাই।
কিবোর্ডটি একদম ইনটেক অবস্থায়, কেবল খুলেই দেখেছি। বিশ্বাস না হলে এসে দেখে নিবেন।
শেষে আপনাদের জন্য পণ্যটা প্যাকেট করে রাখলাম ।। ধন্যবাদ