যারা HSC শেষ করে ঘরে বসে আছেন, তারা চাইলে এই বইগুলো নিয়ে মেডিকেল/ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে পারেন। নতুন বই একদম । কোচিং সেন্টার গুলোতে ৩০-৩৫ হাজার টাকা দিয়ে ভর্তি হয়ে এইসব বইগুলোই পড়াবে। তাই নিজে ঘরে বসে আগেই পড়াশোনা শুরু করতে চাইলে এখনি শুরু করুন । একেকটা বইয়ের দাম ৫০০-১২০০ টাকা পর্যন্ত আছে। সব মিলিয়ে প্রায় ১২-১৫ হাজার টাকার বই আছে এখানে । কিন্তু আপনারা সবগুলো বই নিতে চাইলে ৭ হাজারেই দিয়ে দিব । এখানে মেডিকেল এবং ইউনিভার্সিটি পরীক্ষার জন্য দরকারি সবগুলো বই আছে । যারা মেডিকেল ভর্তি পরীক্ষার পাশাপাশি ইউনিভার্সিটি পরীক্ষার জন্যও প্রস্তুতি নিতে চাচ্ছেন , তাদের জন্য খুব হেল্পফুল হবে আশা করি ।