সমগ্র বাংলাদেশের প্রান্তিক খামারীদের পণ্য উৎপাদন এর শুরু থেকে বাজারজাত করার শেষ পর্যায় পর্যন্ত প্রতিটা ধাপে সহযোগিতা করার জন্য উপজেলা পর্যায়ে খামারী প্রতিনিধি নিয়োগ দেয়া হচ্ছে।
দায়িত্ব সমূহ:-
খামারী উপজেলা প্রতিনিধি হিসেবে আপনার প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে নিজ এলাকার খামারীদের সাথে যোগাযোগ স্থাপন করা ও নিয়মিত যোগাযোগ বজায় রাখা।
দ্বিতীয়ত, কৃষি পণ্য উৎপাদন ও বাজার জাত করণ শীর্ষক বিভিন্ন আলোচনাসভা ও উঠান বৈঠক আয়োজন করা এবং এসব প্রক্রিয়ায় খামারীএর সার্ভিস সমন্ধে জানিয়ে খামারী এর সাথে খামারী দেরকে যুক্ত হতে উৎসাহিত করা।
তৃতীয়ত, চুক্তিবদ্ধ খামারীপণ্য সমূহ নির্ধারিত স্টাফ / লেবার / টিম মেম্বার দের মাধ্যমে খামার,ক্ষেত/জমি / বাগান থেকে সংগ্রহ করে প্রপার প্যাকেজিং করে নির্দেশনা মোতাবেক নির্দিস্ট গন্তব্যে পৌছিয়ে দেয়ার ব্যবস্থা করা।
সুবিধা সমূহ:-
১. আলোচনাসাপেক্ষে নির্ধারিত সম্মানী পাবেন।
২. বিভিন্ন উৎসবে বোনাসের সুযোগ রয়েছে।
৩. কৃষি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হবে।
শর্তাবলি :-
১. কমপক্ষে এইচএসসি পাশ হতে হবে এবং কম্পিউটার টাইপিং দক্ষতা থাকতে হবে।
২. নিজের এলাকায় চাষকৃত কৃষি পণ্যসমূহের উৎপাদন ও বাজার জাত করণ সমন্ধে ধারণা থাকতে হবে।
৩. নিজস্ব জায়গা ( অফিস / গোডাউন / আড়ত) থাকতে হবে যেখানে সংগৃহীত কৃষিজ পণ্য সমূহ রাখা যাবে এবং যেখান থেকে সংগৃহীত পণ্য সমূহ গাড়িতে লোড করা যাবে।
বিদ্র:-
১. খামারীর এর সাথে চুক্তিবদ্ধ হবার সময়ে চুক্তিপত্রে উল্লেখ করা থাকে যে, কিভাবে ফসল উৎপাদন করা হবে এবং কি দামে সেটা বিক্রি করা হবে। তাই চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত মূল্য খামারী কর্তৃপক্ষ থেকে সংগ্রহ করে কৃষক কে বুঝিয়ে দেয়ার দায়িত্ব ও উপজেলা প্রতিনিধির।
২. কৃষি বিষয়ক কোনো ডিগ্রী বা কোর্স কিংবা প্রশিক্ষণ প্রাপ্ত ব্যাক্তিদের এবং নিজের মোটরসাইকেল / বাইক আছে এমন ব্যাক্তিদের অগ্রাধিকার দেয়া হবে।
- আবেদন করার আগে চাকরি এবং কোম্পানি সম্পর্কে জেনে নিন
- ইন্টারভিউ এর জন্য দুর্গম স্থানে যাবেন না
মুদি দোকানের জন্য কর্মচারী নিয়োগ
Owner৳ ৬,৫০০ - ৭,০০০চট্টগ্রাম, সেলস এক্সিকিউটিভ২৭ দিনচট্টগ্রামে শো-রুম সেলসম্যান নিয়োগ
ALMAS BABY ZONE৳ ১১,০০০ - ১৫,৫০০চট্টগ্রাম, সেলস এক্সিকিউটিভ৭ দিনজরুরী ফিল্ড অফিসার মেয়ে ও ছেলে নিয়োগ
Md Helal৳ ৯,৫০০ - ১৩,০০০চট্টগ্রাম, অফিস প্রশাসক১৭ দিনফার্নিচার শোরুমে অফিস সহকারী পদে নিয়োগ দেয়া হবে
Crown furniture৳ ৮,০০০ - ৮,৫০০চট্টগ্রাম, হাউজ কিপার২১ দিন