পোস্ট করেছেন
Anis Rahman
সতর্ক থাকুন: অনলাইন স্ক্যাম এড়িয়ে চলুন
- আবেদন করার আগে চাকরি এবং কোম্পানি সম্পর্কে জেনে নিন
- ইন্টারভিউ এর জন্য দুর্গম স্থানে যাবেন না
ল্যাবটেক্স বাংলাদেশের বিভিন্ন পণ্য সামগ্রী, ইলেক্ট্রনিক্স মিটার যেমন পিএইচ মিটার, টিডিএস মিটার, টেম্পারেচার মিটার, ডিজিটাল ওয়েট স্কেল, সেন্ট্রিফিউজ মেশিন, এয়ার ওভেন, ইনকিউবেটর, মাইক্রোস্কোপ ইত্যাদি সেলস ও সার্ভিস দিতে সক্ষম ব্যাক্তি নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরীককে আবেদন করার অনুরোধ করা যাচ্ছে।
তবে শর্ত থাকে যে, আগ্রহী ব্যক্তিকে উপরোক্ত কাজে দক্ষ ও পারদর্শী হতে হবে এবং নূন্যতম ইলেক্ট্রনিক্সে ডিপ্লোমাধারী অথবা অতি অভিজ্ঞ হলে এসএসসি পাশ হতে হবে। আগ্রহী ব্যক্তিকে অবশ্যয় কাস্টমার সার্ভিস দেওয়ার মানিসিকতা থাকতে হবে।
বি:দ্র: অভিজ্ঞতা ও কাজের উপর ভিত্তি করে দ্রুত বেতন বৃদ্ধিসহ প্রোমশন দেওয়া হবে।
আগ্রহী ব্যক্তিকে আগামী ৩০/৮/২০২৫ তারিখের মধ্যে অনলাইনে অথবা ইমেলের মধ্যেমে সিভি পাঠানোর অনুরোধ করা যাচ্ছে।