✅ Pen Tablet দিয়ে যেসব কাজ করা যায়:
Digital Drawing / Illustration:
পেশাদার ডিজিটাল আর্টিস্টরা Pen Tablet ব্যবহার করে স্কেচিং, পেইন্টিং ও ডিজিটাল আর্ট তৈরি করেন।
Photoshop, Illustrator, Krita, Corel Painter ইত্যাদি সফটওয়্যার দিয়ে কাজ করা যায়।
Photo Editing:
Pen Tablet-এর প্রেসার সেন্সিটিভ স্টাইলাস ব্যবহার করে সূক্ষ্মভাবে ফটো এডিটিং করা যায়, যেমন — রিটাচিং, হেয়ার মাস্কিং ইত্যাদি।
Graphic Design:
লোগো ডিজাইন, ভিজ্যুয়াল উপাদান তৈরি ইত্যাদি ডিজাইন কাজেও ব্যবহার হয়।
3D Sculpting / Modeling:
ZBrush, Blender ইত্যাদির মত সফটওয়্যারে 3D মডেল তৈরি বা স্কাল্পটিংয়ের জন্য Pen Tablet খুবই উপকারী।
Online Teaching & Note-taking:
অনলাইন ক্লাসে বা মিটিংয়ে হাতে লেখা বোঝানোর জন্য Whiteboard বা OneNote ব্যবহার করে Pen Tablet দিয়ে লিখা যায়।
Handwriting / Signature:
ডিজিটালি সিগনেচার দিতে, ফর্ম পূরণ করতে ইত্যাদি কাজেও Pen Tablet ব্যবহৃত হয়।