অনেক কথা বলবো কারন গাড়িটা অনেক শখের ছিল😔😔আমার মূলত মুদি দোকান আছে মুরে অনেক শখ করে গাড়িটা নিয়েছিলাম ৬/৭ মাস আগে 😥😥গাড়ি চলেছে ২৫৩০ কিলো😔৩ নম্বর সার্ভিস বাদ আছে ৩ হাজার কিলো ফুল হলে সেই সার্ভিস করাতে হবে।এখনো ৩ ও র নম্বর সার্ভিস ফ্রী পাওয়া যাবে।।গাড়ি বানেশ্বর থেকে কিনা।।কাগজের টাকা জমা দেয়া আছে ফাইল এখনো জমা পরে নি যে নিবেন প্রথম মালিক হবেন।।দোকানে থাকি চালানো হয়না বিক্রি করে গরু কিনবো।।মধ্যবিও তো বোঝেন তো😥😥পাম্প ছারা গাড়িতে তেল ডোকাইনি এখনো একবারো।।ভালো ফোন নাই তাই ছবি ভালো কটে উঠাতে পারিনি।।গাড়ি ওয়াশ করে আবার শো রুমে তুললে বোঝার উপায় নাই যে চালানো।।গাড়ির দাম ১২৩+২হাজার ভ্যাট+১৫ কাগজ=১৪০ মোট আরও হাবিজাবি খরচ তো আছে।। যারা নতুন গাড়ি কিনতে চান তারা নিতে পারেন গারিটি।।তবে দূর থেকে আসলে ২/১ হাজার কমানো যাবে এর বেশি না।।কেও অযথা দাম বলবেন না।।