স্টেশন রোড থেকে ১০ মিনিটের দূরত্ব টঙ্গী বিসিক দশের অধিক গার্মেন্ট। আমাদের বাসা থেকে গার্মেন্টস এর দূরত্ব ১০ মিনিট। রুম কোন সময় খালি থাকে না। কাগজপত্র কোন প্রকার ঝামেলা নেই। পানির লাইন্, গ্যাসের লাইন, বিদ্যুৎ, সব ওকে ১৪ টি রুম, পাঁচটা রুম ভাড়ার উপযোগী আর বাকিগুলো রুমের কাজ করাতে হবে। বাসার মধ্যে অনেক টা ফাঁকা জায়গা আছে।