আমার ২টি আছে তাই একটি বিক্রি করে দিচ্ছি। এটি আমি গাজীপুর চৌরাস্তার আলীম ইলেকট্রনিক্স থেকে আনিয়েছিলাম মোটামুটি ৩ বছর আগে। আমি ভেতরে অনেক কিছুই আমার নিজের মত করে পরিবর্তন করে নিয়েছি। ট্রান্সফর্মার পাল্টিয়েছি, পার্টসপাতি পাল্টেছি। আমি নিজে ব্যবহারের জন্য আমার মত করে তৈরি করে নিয়েছি। এটা এখন ৭৫০ ওয়াটে কন্টিনিউ চলে। বাসায় ৫/৬ টা ফ্যান ৬/৭ টা বাতি কোনো ঝামেলা ছাড়াই চালাতে পারবেন। ভিন্ন ভাবে বললে, ২ টা ড্রিল মেশিন চালাতে পারবেন। কি চলবে আর কি চলবে না, সেটা নির্ভর করে আপনার ব্যাটারির উপর। আপনার ব্যাটারি যত বড় আর যত ভালো হবে তত বেশি সময় ধরে চালাতে পারবেন। আপনি ভাইবেন না যে শুধু মেশিন দিয়েই আপনি পুরো এলাকা চালাতে পারবেন ব্যাটারি একটা অটোর পুরাতন হলেই চলবে, কারণ জ্বলে পুরে যেমন দেহ খাটি হয় ঠিক সেভাবেই চরম অত্যাচারের মধ্য দিয়ে অটো বা রিকশার ব্যাটারি আরো ভালো হয়, অটোর একটা পুরাতন ব্যাটারি নতুন আইপিয়েসের ৩ টা ব্যাটারির সমান- আপনি যদি এমনই চিন্তাভাবনার লোক হয়ে থাকেন তাহলে আমার আর কিছু বলার নাই।
আমি ফিক্সড ৫,০০০ (পাঁচ হাজার) টাকায় দিয়ে দেব আমার এই মেশিনটি। আর কোনো দামাদামি হবে না। আমার বাড়ি দৌলতখানে, তাই আপনাকে দৌলতখান এসে নিয়ে যেতে হবে, এটার ওজন বেশি তাই আমি এটা কোমরে বেধে দূরে কোথাও নিয়ে আপনাকে পৌছে দিতে পারবো না।
আপনি আস্থা রাখতে পারেন। ১ সপ্তাহ চালান, কোনো সমস্যা মনে করলে আমার যন্ত্র ফেরত দিয়ে আপনার টাকা ফেরত নিয়ে যাবেন।
শেষ কথা হলো, যন্ত্র ভালো, আপনি কিনুন, লাগান, ভুলে যান। আপনি বিদ্যুৎ কখন গেল আর কখন আসলো তা ধরতেই পারবেন না, ভোল্টেজ কমা বা বাড়ার কোনো ঝামেলা নেই।
আপনার প্রয়োজনে আমাকে ফোন করুন, আমি আপনার সাথে কথা বলতে খুশি থাকব।