ভ্যানিটি ড্রেসিং টেবিলটা পুরাতন হলেও দেখতে একেবারেই নতুনের মতই অনেক বেশি পুরাতন হয়নি.... আমরা মূলত নিজেদের ফ্ল্যাটে চলে যাব তাই কিছু মালপত্র বিক্রি করব বলে সিদ্ধান্ত নিয়েছি। যেখানে আমি প্রায় সব কিছুই নতুন রাখতে চাই তাই বেশিরভাগের পুরাতন জিনিস আমি বিক্রি করে দিব। মিক্সড তো কাঠ আছে কি কাঠ আমি পুরোপুরি বলতে পারব না যারা নিতে চায় বা নিবেন মনে করছেন দয়া করে আপনি সরাসরি আসুন দেখুন এটার কন্ডিশন তারপরে নিবেন কি নিবেন না সেটা চিন্তা করুন। ডাইনিং টেবিল টা বেশ ভালো মজবুত আপনি যদি যত্ন সহকারে ব্যবহার করতে পারেন আশা করতে পারেন এটা আরো ১৫-২০ বছরে কিছু হবে না।