বাইরে চলে যাচ্ছি বলে আমার শখের পালসার ১৫০ cc সিঙ্গেল ডিস্ক মোটরসাইকেলটা বিক্রি করে দিতে হচ্ছে। ০২/০২/২০২২ সালে কেনা। গাড়িটি এ পর্যন্ত ২৬৫৫৭ কিলোমিটার চলেছে। ট্যাক্স টোকেন দুই বছরের করা আছে। শুধুমাত্র অফিসে যাওয়া আসার কাজেই ব্যবহৃত হয়। ডাবল রাইডিং নেই বললেই চলে। প্রতি পাঁচ/৬ মাস পরপরই সার্ভিসিং করানো হয়। যেহেতু ডেস্ক জব করি তাই বাইরে খুব একটা বের হবার সুযোগ হয় না। একদম নতুনের মত। গাড়িতে পলি করা আছে চাইলে উঠিয়ে নিতে পারেন তখন গাড়ি আরো চকচকে দেখা যাবে। দাম মোটামুটি ফিক্সড, অল্প কিছু সম্মান করা হবে। গ্যারেজের ভিতরে টেস্ট ড্রাইভ করার সুযোগ আছে।
গাড়ি কেনার পর যেকোনো দিন মালিকানা চেঞ্জ করা যাবে, আমি ফ্রি আছি। তবে আমি চাই সেটা ১ বা ২ দিনের মধ্যেই করা হোক।
ধন্যবাদ