আসসালামু আলাইকুম
প্রিয় ভাই,
আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আলহামদুলিল্লাহ এই বাইকটি সবদিক থেকেই দামের তুলনায় পারফেক্ট এবং কমফোর্টেবল। রিসেন্টলি এর নতুন টায়ার, নতুন ব্যাটারি (গ্যারান্টি সহ), নতুন স্পার্ক প্লাগ, , মবিল, লাগিয়েছি।, এবং এয়ার ফিল্টার ,ব্রেক শো, ব্রেক কেবল সম্পূর্ণ নতুন শোরুম থেকে অরজিনাল লাগিয়েছি। এবং এর ইঞ্জিন সম্পূর্ণ অরিজিনাল কোন প্রকার রং করা কিংবা দাগ নেই। সম্পূর্ণ দেখে নিতে পারবেন। আলহামদুলিল্লাহ।
গাড়িটি বিক্রি করে দিব কারণ এটা বাজে কোন জায়গায় চলাফেরা করেনি বরং শুধুমাত্র মাদ্রাসায় আসা যাওয়ার জন্য ব্যবহার করতাম ।কিন্তু এখন মাদ্রাসার আবাসিকে নিয়মিত থাকবো বলে এটার তেমন প্রয়োজন নেই। তাই টাকার প্রয়োজন এজন্য বিক্রি করব ইন শা আল্লাহ। আর এর কাগজপত্র সম্পূর্ণ ডিজিটাল , এনালগ নয় এবং সাথে স্মার্ট কার্ডও করা আছে।
অতএব কেউ যদি কম দামে কোন ধরনের প্রতারণা ছাড়া নতুন বাইকের ফিল নিতে চান এবং কাগজপত্রের দিক থেকে সম্পূর্ণ সেইফ থাকতে চান। তাহলে ইন শা আল্লাহ নিতে পারেন।বাইক সম্পর্কে যদি কারো কোন অভিজ্ঞতা নাও থাকে ইন শা আল্লাহ এই ক্ষেত্রে এটি পারফেক্ট হবে,কোন প্রকার প্রতারণা কিংবা চালাতে গিয়ে বিরম্বনার শিকার হবেন না। এক্সট্রা টাকাও ভাঙতে হবে না। ইন শা আল্লাহ্