আপনার শখের মোটরসাইকেল টি কয়েক মিনিট এর ভিতর এর ভিতর চুর মাস্টার চাবি অথবা চাবির লাইন বাইপাস করে নিয়ে যায় মাত্র ১ থেকে ৪ মিনিট এর ভিতর যা আমরা ফেসবুকে অনেক সময় দেখতে পাই।
আপনার শখের বাইকটি নিয়ে এমন পরিস্থিতে পরতে না চাইলে অল্প টাকার মধ্যে এই সিকিউরিটি ডিভাইস লাগিে নিন ইনশাআল্লাহ আপনার বাইক শত ভাগ নিরাপদ থাকবে। এই ডিভাইস টি মোটরসাইকেল এ ইন্সটল করা থাকলে গাড়ি থেকে চাবি খুলেফেললে অটোমেটিক লক হয়ে যাবে। তখন চাবি লাগালেও স্টার্ট হবে না যতক্ষণ রিমোট দিয়ে চালু না করা হয়। এখানে যে রিমোটটি ডিভাইস এর সাথে কানেক্টেড করা থাকবে সেটি ছাড়া অন্য কোনো রিমোট কাজ করবে না।
এটি ১২ ভোল্ট এ কাজ করে তবে এটি ব্যাটারিতে কোনো প্রভাব ফেলে না যতক্ষণ বাইক চালু আছে ততক্ষণ এই ডিভাইসটি চালু থাকে। চাবি অফ করলে ডিভাইস নিজেও অফ হয়ে থাকে সাথে বাইকটিও লক করে রাখে। যদি গাড়িতে লুকিয়ে রাখা ডিভাইস টি কেউ খুলেও ফেলে তাহলে গাড়িটি আরো বেশি লক হয়ে যাবে।
তবে রিমোট হারিয়ে বা কোনো কারণে ভেঙে গেলে একটা গোপন সুইচ আছে ঐটা অন করলে গাড়ি আগের মত চলবে। পরবর্তীতে নতুন রিমোট নিয়ে ডিভাইস এর সাথে কানেক্টে করে নিলেই হবে।
ডিভাইস কি কি ধাপে কাজ করে :
১.চাবি অন করতে হবে।
২. রিমোট দিয়ে চালু করতে হবে।
তবে এই ডিভাইস টি লাগানো থাকলে চুরেরা মাস্টার চাবি, তার কেটেও মিটার চালু হলেও গাড়ি স্টার্ট হবে না। যদি চুর সিট, ট্যাংক খুলে অনেক গবেষণা করে তাহলে তো সম্ভবই। তবে এটি অল্প সময়ের জন্য অনেক বেশি নিরাপত্তা দিবে ইনশাআল্লাহ। এটি আমি নিজেও ব্যবহার করি। তবে বাইক ধাক্কা দিয়ে যেনো নিতে না পারে তাই ডিস্কলক বা অন্য কিছু ব্যবহার করা উত্তম। কারণ এই ডিভাইসটি শুধু মাত্র বাইক স্টার্ট হতে দিবে না।
ধন্যবাদ।
১। সিংগেল রিমোট সহ টাকা।
২। দুই টা রিমোট সহ টাকা।
যোগাযোগ: .