ইউরোপের Schengen অঞ্চলের ভিসা নিয়ে যারা কাজ করে উনারা জানে বাংলাদেশ থেকে সকল ডকুমেন্টস ৩-৬ দিনে সংশ্লিষ্ট দেশে পাঠানো গেলেও ভিসার আবেদন থেকে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে ৬ মাস সময় লাগে ( Maximum) . আন্ত:মন্ত্রণালয় যোগাযোগ থেকে শুরু আইনজীবী কতৃক Legal Document Verification অন্তর্ভুক্ত। এই প্রক্রিয়া সম্পুর্ন করতে ২ থেকে ৩ লাখ টাকার মতো খরচ হয়।
আমাদের৷ 3-6-15Formula হলো -
3 :আপনি পাসপোর্ট এর সাথে ৩ লাখ টাকা জমা দিবেন। যা ভিসা না হলে পুরা ৩ লাখ টাকা আপনি ৬ মাস পর Back পাবেন।
6: ৬ মাস আপনাকে অপেক্ষা করতে হবে Schengen ভিসা পাওয়ার জন্য। তবে একবার ভিসা পেয়ে গেলে আর পিছনে ফিরে তাকাতে হবে না।
15: ভিসা হওয়ার পর বিদেশে যাওয়ার আগে আপনি ১৫ লাখ টাকা দিয়ে যাবেন